January 24, 2026
EIIN: 120051 | Mobile: +8801309120051
অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়মিত একাডেমিক কার্যক্রম ছাড়াও নিয়ম শৃঙ্খলা চর্চা, খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে যা শিক্ষার্থীদের মেধাবিকাশ, ব্যক্তিত্ব উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে । একাডেমিক বছরের শুরুতে একাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস প্রদান করা হয় । একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সকল পরীক্ষা, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষা সফর, অভিভাবক দিবসসহ সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে । সম্মানিত অভিভাবকগণ প্রত্যেক শিক্ষার্থীর বিষয়ে শ্রেণি শিক্ষক, বিষয়ভিত্তিক শিক্ষক, সহকারী প্রধান এবং প্রধান শিক্ষকের সাথে আলোচনা করতে পারেন ।
প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ----
প্রাত্যহিক সমাবেশ
:
শৃংখলা প্রতিষ্ঠা ও মনোঃসংযোগ বৃদ্ধির লক্ষ্যে
বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় সমাবেশ ৭টা ৪০ মিনিটে এবং মাধ্যমিক শাখার সমাবেশ
১০ টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয় । সমাবেশে প্রত্যহ প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ পর্যায়ক্রমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে
দুই মিনিট নৈতিক শিক্ষামূলক বক্তব্য রাখেন ।
অভিভাবক সমাবেশ:
অভিভাবক দিবসের তারিখ বিদ্যালয় কর্তৃপক্ষ
নির্ধারণ করেন । শিক্ষার্থীদের লেখাপড়াসহ বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির লক্ষ্য সুবিধাজনক
সময়ে অভিভাবকগণের সহিত আলোচনার জন্য পত্রের মাধ্যমে প্রয়োজনে মোবাইলের মাধ্যমে আমন্ত্রণ
জানানো হয় ।
মাসিক পরীক্ষা:
প্রতি মাসের শুরুতে পূর্ববর্তী মাসের পাঠচর্চার
উপরে বিষয় ভিত্তিক মাসিক পরীক্ষা গ্রহণ করা হয় । মাসিক পরীক্ষার মূল্যায়িত ফলাফল অভিভাবকের
নিকট
প্রেরণ করা হয় ।
আজ্ঞতা সম্পন্ন ও বিষয়ভিত্তিক
শিক্ষক-শিক্ষিকা মন্ডলী:
প্রতিটি শ্রেণিতে আতাসম্পন্ন ও বিষয়ভিত্তিক
শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয় । ফল তিতে বিষয়ভিত্তিক শিক্ষকগণ সংশ্লিষ্ট
বিষয়ে শিক্ষার্থীদের অধিক জ্ঞানদানে সক্ষম হন ।
নিরাপত্তা ব্যবস্থা:
প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রূপে সিসি ক্যামেরা
দ্বারা নিয়ন্ত্রিত । আবাসিক ভবন, বিদ্যালয় মাঠ, বিদ্যালয়ের সম্মুখ ভাগ, রাস্তা, শ্রেণি কক্ষ, সিড়ি, বারান্দাসহ
বিদ্যালয়ে মোট ৮২টি সিসি ক্যামেরা রয়েছে । ৩টি নিয়ন্ত্রণ কক্ষ থেকে ক্যামেরা গুলো নিয়ন্ত্রণ
করা হয় । আশা করা সিসি ক্যামেরা থাকার ফলে বিদ্যালয়ের সার্বিক পরিবেশে আরো উন্নত হবে
অনাকাঙ্খিত ঘটনা থেকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলে নিরাপদ থাকবে ।
অতিরিক্ত ক্লাস:
শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য ক্লাসে
নিয়মিত পাঠদানের পাশাপাশি সকাল, বিকাল ও সন্ধ্যায় বিদ্যালয়ের ব্যবস্থাপনায়
অতিরিক্ত ক্লাস পরিচালনা করা হয় । অভিজ্ঞতাসম্পন্ন ও বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাগণ
দ্বারা অতিরিক্ত ক্লাসসমূহ গ্রহণ করা হয় ।
সততা স্টোর স্থাপন:
অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক গুণাবলী
চর্চা ও সৎ আদর্শ ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে তুলবার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের
নির্দেশনায়,
দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তাবনায় উপজেলা প্রশাসন কর্তৃক অত্র
বিদ্যালয়ের ২৬ আগস্ট ২০১৭ খ্রিঃ "সততা স্টোর" স্থাপন করা হয়েছে । এ স্টোর
থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন- খাতা,
কলম, পেন্সিল, স্কেল,
ইরেজারসহ স্বাস্থ্যসম্মত বিস্কুট, চানাচুর
ও কেক সুলভ মূল্যে ক্রয় করতে পারে । এই দোকানের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে কোন বিক্রেতা
বা দোকানদার থাকে না । পণ্যের গায়ে মূল্য লেখা থাকে, শিক্ষার্থীরা
তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে ক্রয় মূল্য ক্যাশ বাক্সে রেখে
আসে ।
ক্যান্টিন:
বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের
কথা বিবেচনা করে সম্প্রীতি বিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যান্টিন স্থাপন করা হয় । ক্যান্টিনটিতে
শিক্ষার্থীদের সুলভমূল্যে স্বাস্থ্যকর ও সুষম খাবারের পাশাপাশি সুস্বাদু খাবার পরিবেশন
করা হয় ।
পরিষ্কার ও সবুজ ক্যাম্পাস:
'গ্রীণ ক্যাম্পাস ক্লীন ক্যাম্পাস' এই স্লোগানকে
ধারণ করে অত্র প্রতিষ্ঠান সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও ক্যাম্পাসে বিভিন্ন লতানো
ও ফুলের চারা রোপন করে বিদ্যালয়ের পরিবেশকে শিক্ষা উপযুক্ত, মনোরম ও চমৎকার করে গড়ে তোলার কার্যক্রম চলমান ।
নেতৃত্ব গুণ সৃষ্টি:
সরকার ঘোষিত তারিখ অনুযায়ী স্টুডেন্ট কেবিনেট গঠন করা হয় শিক্ষার্থীদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিগণ তাদের উপর অর্পিত বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। এছাড়াও প্রতি শাখায় দলনেতা নির্বাচিত থাকে যারা শ্রেণি শৃঙ্খলা সহ-শিক্ষকের পাঠদান সহায়ক ভূমিকা পালন করে। বিদ্যালয়ের বিভিন্ন সহ শিক্ষামূলক কার্যক্রমে দলনেতার দায়িত্ব দেখা যায়। এসব কিছুর মাধ্যমে একজন শিক্ষার্থী একদিকে যেমন শৃঙ্খলা পরায়ণ হিসেবে গড়ে উঠে, অন্যদিকে ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তৈরী করতে শিখে ।
অন্ত: শ্রেণি প্রতিযোগিতা:
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে বছরব্যাপী অন্ত: শ্রেণি প্রতিযোগিতা যেমন, বিতর্ক (ডিবেট), খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, সংগীত, নাটক, গণিত উৎসব, বিজ্ঞান মেলা, ডিসপ্লে, প্যারেড ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন চলমান থাকে । এ লক্ষ্যে বিভিন্ন ক্লাব গঠন করা হয়। উল্লেখিত বিষয় সমূহে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার অর্জন করে থাকে ।
চিকিৎসা ব্যবস্থা:
বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য আছে চিকিৎসা ব্যবস্থা । শিক্ষার্থীদের কেউ অসুস্থ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া এবং অভিভাবকের সাথে যোগাযোগ করা হয়। এছাড়াও প্রতি মাসে একবার বিদ্যালয়ের । অভ্যন্তরীণ চিকিৎসক দ্বারা আবাসিক ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ।
পাইলট প্রোগ্রাম:
এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের স্বার্থে সম্প্রতি বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাইলট প্রোগ্রামের অধিনে পাঠদান করানো হচ্ছে । যা শিক্ষার্থীদের ভালো ফলাফলের সহায়ক হবে বলে আশা করা যায় ।
ধর্ম চর্চা:
জীবনকে সু-শৃঙ্খল ভাবে গড়ে তোলার জন্য ধর্ম অপরিহার্য । প্রত্যেক শিক্ষার্থীর নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে । আবাসিক মুসলমান ছাত্রদের ক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। অন্য ধর্মাবলম্বীদের নিজ-নিজ ধর্ম পালন করতে হবে ।
ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব:
শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, ইংরেজি ভাষা ভীতি দূরীকরণের জন্য অত্র বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষে ইংরেজি বিষয়ে বিশেষ যত্ন নেওয়া হয় ।
শ্রেণি পাঠদান পর্যবেক্ষণ:
শিক্ষার্থীদের পাঠদান যথাযথভাবে হচ্ছে কি-না তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং তার রেকর্ড সংরক্ষণ করা হয় । বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকগণ নিয়মিত শ্রেণি পাঠদান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের
মাধ্যমে পাঠদান:
শিক্ষার্থীদের প্রযুক্তিমুখী আগ্রহ বৃদ্ধি করে শিক্ষকগণ চিত্র ও ভিডিও প্রজেক্টরের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান করেন । মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে পাঠ শিক্ষার্থীদের নিকট অধিক বোধগম্য, চিত্তাকর্ষক ও আনন্দদায়ক হয় ।